Boluk Loke Doshi歌词由Raju Mondol演唱,出自专辑《Boluk Loke Doshi》,下面是《Boluk Loke Doshi》完整版歌词!
Boluk Loke Doshi歌词完整版
বন্ধু তুমি আমার হলে দ্বিতীয়ত চাওয়া নাই-
আপন করে তোমায় শুধু পেতে চাই-(আমি)
আমি/তোমায় বড় ভালোবাসি-
বলুক লোকে যত দোষী-রে।।
বিনাশর্তে জীবন যৌবন- তোমারে দিলাম বিকাই।
আমি/প্রেম কলঙ্ক মাথায় নেবো-
তবুও তোমার মনপ্রাণ দেবো-রে।।
তুমি বিনা জ্যান্তমরা- ভালো থাকার উপায় নাই।
আমার/দিন রজনী সারাবেলা-
তোমায় ভেবে মন উতলা-রে।।
আকাইদের ভাবের জোড়া- ছিন্ন করার সাধ্য নাই।