Chokh歌词由Humayun Kabir Shabib演唱,出自专辑《Chokh》,下面是《Chokh》完整版歌词!
Chokh歌词完整版
উন্নত জাতি উন্নত দেশ
চারিদিকে উঠে উচ্চরব,
আমাদের চোখে ভেসে ওঠে শুধু
সমাজের পঁচা চিত্র সব ।।
|
এখনো মানুষ রাস্তায় শুয়ে
বাসস্থানের স্বপ্ন খায়,
যত প্রকারের অধিকার আছে
সে তো রয় শুধু বই-পাতায়।
সেদিনও দেখেছি ফুটপাতে শোয়া
বস্ত্রহীনের ল্যাংটা গা,
চোখ বুজাতেই হৃদ খুলে যায়
দেখি সব ক্ষত কত্ত ঘা।
দেশ হয়ে গেছে সিঙ্গাপুর আজ
কথা শোনা যায় যত্তসব ।।
এখনো মানুষ পলিথিন পাতে
এঁটো খাদ্যের জন্যে হায়!
কুকুর যেখানে ওত পেতে থাকে
গন্ধ পেলেই মুখ বাড়ায়।
সেদিনও দেখেছি খাদ্যহীনের
খাদ হওয়া পেট মুখের ভাঁজ,
কত অসহায় নিভৃতে কাঁদে
পেটে ক্ষুধা আর জবানে লাজ।
ওরা বলে দেশ উন্নত ঢের
ফেনা তুলে মুখে রয় সরব ।।
যেবা বলে দেশ এগিয়ে গেছে
দৃশ্য দেখায় পথঘাটের,
জ্যামে পড়ে থাকা ভুক্তভোগীরা
ছিঁড়ে ফেলো হুক তার শাটের।
মার্কেটগুলো খালি পড়ে আছে
ফুটপাতে লোক করছে ভিড়,
মহোদয়গন গরীব দেখেনা
বক্তৃতা দেন খুব নিবিড়।
মুখ খুলে আজ বলতে গেলে
বলবেন সবে নেই আদব ।।
এই দল গেলে ওই দল আসে
ভাগ্য বদল হয় তাদের,
এটা-ওটা পায় যত শোনা যায়
বড় ভাই পদে রয় যাদের।
জনতার হাল যেন গরু-পাল
শাসন-শোষণ মান্ শুধু,
চোক্ষের জলে ভাগ্যের থালে
যেই লাউ ছিলো সেই কদু।
কত সত্যের গলা টিপা দেখে
কথা বলা মুখ রয় নীরব ।।