Jayna Mora歌词由Sharmin Akter演唱,出自专辑《Jayna Mora》,下面是《Jayna Mora》完整版歌词!
Jayna Mora歌词完整版
মরতে গেলে যায় না মরা
হাজার পিছুটান
আমি মইলে সইবে কে তোর
প্রেমের অপমান (?)।।
প্রানো বন্ধু রে-
কতো ব্যথা দিলি রে বন্ধু
বুকে আছে জমা
বানাইলি তোর প্রেমকয়েদি
করলি না রে ক্ষমা
ওরে, ভিক্ষা মেগে হয় কি পিরিত?
বাড়ে ব্যবধান।।
সোনা বন্ধু রে-
নিরানন্দ থাকি রে বেঁচে
দেখতে তোরে সুখি
দুই নয়নে অঝর ধারা
সাধ্য নাই তা রূখি
হায় রে, বৃথাই আমি প্রেমোফুলে
সাজাইলাম বাগান।।