Chotto Sona歌词由Bhaskar Sarkar演唱,出自专辑《Chotto Sona》,下面是《Chotto Sona》完整版歌词!
Chotto Sona歌词完整版
ছোট্ট সোনা, চাঁদের কনা,
আমার নয়নমনি
আমার সবটা জুড়ে যেমন ছিলি
আছিস তেমনি
কান্না, হাসি, আদর, খেলা
আর ছিল যত গানের মেলা
পাঠিয়ে দিলাম ভালোবাসার খামে
তোর ঠিকানায়
আমি আছি তোর আশেপাশে
ওই বাতাসে আছি মিশে
রাত নিঝুম,
চোখে না এলে ঘুম,
যাবো কাছে ঘুমপাড়ানি গান হয়ে
রাজা রানীর রূপকথার কাহিনী
শোনাবো বুকে জড়িয়ে
ঘুম হয়ে তোর দুচোখ ছুঁয়ে
নিয়ে যাবো ঘুমের দেশে
আমি আছি তোর আশেপাশে
ওই বাতাসে আছি মিশে
নতুন স্কুল, নতুন ক্লাসরুম
খাতা, রং পেন্সিল, ছড়ার বই
হেসে দিচ্ছে হামি
পড়লে মনে কখনো আমায়
জানবি তোকেও ভাবছি আমি
সেই খেলনা গাড়ী, টেডি, দেয়াল আঁকা
মন খারাপ কোরে বোসে
আমি আছি তোর আশেপাশে
ওই বাতাসে আছি মিশে...