Ami Chhute Jai (Unplugged From The Hills)歌词由Bangla Five演唱,出自专辑《Ami Chhute Jai (Unplugged From The Hills)》,下面是《Ami Chhute Jai (Unplugged From The Hills)》完整版歌词!
Ami Chhute Jai (Unplugged From The Hills)歌词完整版
রাতের তারা দিশেহারা,
ছাদে আমি কতো ছোট
বয়স বাড়ে- সময় কাটে
বড় হওয়া সোজা কতো
রাতের তারা দিশেহারা,
ছাদে আমি কতো ছোট
বয়স বাড়ে- সময় কাটে
বড় হওয়া সোজা কতো
পথের ধুলোয়, আগুন চুলোয়, আমি অবিরত
আমি ছুটে যাই আমার মত।
আমি ছুটে যাই আমার মত।
জীবন যেমন রং এর মতো,
জলে মেশে কতো দ্রুত
ভালোবাসায়- মেশায়- নেশায়
আমি কুফা আমি ছুঁতো
জীবন যেমন রং এর মতো,
জলে মেশে কতো দ্রুত
ভালোবাসায়- মেশায়- নেশায়
আমি কুফা আমি ছুঁতো
কাঁথার জমিন ভরাট করে
বুনে চলা সুঁই সুঁতো
আমি ছুটে যাই আমার মতো।
আমি ছুটে যাই আমার মতো।
রাতের তারা দিশেহারা,
ছাদে আমি কতো ছোট
বয়স বাড়ে- সময় কাটে
বড় হওয়া সোজা কতো
পথের ধুলোয়, আগুন চুলোয়, আমি অবিরত
আমি ছুটে যাই আমার মত।
আমি ছুটে যাই আমার মত।
আমি ছুটে যাই আমার মত।
আমি ছুটে যাই আমার মত।
আমি ছুটে যাই
আমি ছুটে যাই
আমি ছুটে যাই
আমি ছুটে যাই
আমি ছুটে যাই
আমি ছুটে যাই
আমি ছুটে যাই
আমি ছুটে যাই
আমি ছুটে যাই আমার মত।