Topcil Ghosona歌词由Ozayer Ahmad演唱,出自专辑《Topcil Ghosona》,下面是《Topcil Ghosona》完整版歌词!
Topcil Ghosona歌词完整版
তফসিল ঘোষণায় দেশটা গরম
বিরোধীয় দল তাই ক্ষেপেছে চরম
দেশটার ভাগ্যেই আছে কী জানিনা
শঙ্কা ও উদ্বেগ পিছু তো ছাড়েনা
দিন যত যায় আজ
ভয় তত করে কাজ
বেঁচে থাকা আজ বুঝি ভাগ্য পরম...।।
জনতার মতামত উপেক্ষিত
তফসিল ঘোষণায় বোঝা যায়
ক্ষমতার লোভী মন সুকৌশলে
চায়না তো নিতে সেই জনতার রায়।।
অভিযোগ করে তাই
সকলেই একটাই
যার প্রতি কারো নেই বিশ্বাসী দম...।।
সংকট নিরসনে হলে সংলাপ
বেঁচে যেত পুরো দেশ আর জনতা
সরকার যদি নেয় সেই উদ্যোগ
কাটে যায় এ সকল অস্থিরতা।।
যার যাকে মনে ধরে ভোটটা পাবে সে
প্রার্থীর হয় যদি জানাশোনা মুখ
কারচুপি করে কেউ হবে না বিজয়ী
তার প্রতি জনতাও নাখোশ বিমুখ।
ভোট হলো অধিকার
যাকে তাকে নয় আর
যাচাই-বাছাই করি নেই তো শরম...।।