Tu Hi Hai Aashiqui歌词由Amaresh Dey&Tanweeshree Dutta演唱,出自专辑《Tu Hi Hai Aashiqui》,下面是《Tu Hi Hai Aashiqui》完整版歌词!
Tu Hi Hai Aashiqui歌词完整版
শোন,
তোরই নামে
যত খুশি;
জমে আমার...
আজ,
তোরই আলোয়
ঢেকে গেল
আমার আঁধার (*২)
তোকে দিতে পারি,
ইচ্ছে অন্তহীন
তোর রঙ মেখেই এ মন রঙিন
তোকে দিতে পারি,
জোনাকির মিছিল
সুখের নীরে হলেই সামিল
Tuhi Hey Aashiqui,
Tujhi Sey Dil lagi;
মন তোরই কারণ
বেসামাল...
Tuhi Hey Aashiqui,
Tujhi Sey Dil lagi;
মন তোরই নেশায়
নাজেহাল
------
তোরই তুলনা,
তুইই শুধুই
তোরই কারণে,
তোকে যে ছুঁই
আলতো প্রেমেরই,
আবীর মেখে
তোকে সাজালাম,
প্রেম সোহাগে (*২)
তোকে রেখে দেবো,
চোখেরই নীলে
আধো ঘুমঘোরে
সুখের ঝিলে...