Ganei amar moner kotha歌词由Rupsha演唱,出自专辑《Ganei amar moner kotha》,下面是《Ganei amar moner kotha》完整版歌词!
Ganei amar moner kotha歌词完整版
গানেই আমার মনের কথা
আছে গানেই ইতিহাস
গানের মাঝেই পাবে খুঁজে
আমার ভাগ্য নামের দাস॥
হইলাম আমি রাজ্যহারা
রইলাম বন্দি কারা,
আমার পরলো হাতে হাতকড়া
গলায় পরলো গন্ড ফাস,
মানুষের এই দুনিয়ায়
মানুষ হইলো দাস,
কে বানাইলো উদাস আমায়
সে কিসের পরিহাস॥
ভাগ্য যারে ব্যর্থ করে
করে দুর্ভাগ্যের শিকার
কে তারে রুখতে পারে
আছে কার সাধ্য রোধিবার।
ভেঙে গেলো বারে বারে
আমার স্বপ্ন অভিলাষ
মনে আমার ঠাঁই হলো না
স্বপ্নের অভিবাস॥