Hey Mahadev歌词由Hridayam&Arob Dey Chowdhuri演唱,出自专辑《Hey Mahadev》,下面是《Hey Mahadev》完整版歌词!
Hey Mahadev歌词完整版
অমৃত নাও নি তো তুমি
নিয়েছো বিষ কন্ঠতে
তান্ডবী নটরাজ তুমি
হও খুশি তবু অল্পতে
কৈলাসের ঐ তুষার শৃঙ্গে
বিরাজ কর তুমি অনন্ত
মহাকালের ডমরু বাজে
বুকের মাঝে নিরন্তর
আমি তোমারই হাত ধরে থাকি
মহাদেব মহাদেব
ভিড়ে হারালে তোমাকে ডাকি
মহাদেব মহাদেব
দিয়ে কুহকিনী মায়া ফাঁকি
মহাদেব মহাদেব
আমি তোমারই ছায়াতে থাকি
মহাদেব মহাদেব
হে মহাদেব
রুপের ফেরে
তুমি সৃষ্টি স্থিতি প্রলয়
সঙ্গী হয়
যদি মহাকাল
কাল কে কি আর ভয়
যোগীশ্রেষ্ঠ আদিযোগী
ত্রিকালভেদী ত্রিনয়নে
সৃষ্টিকে সংহার করো
নতুন সৃষ্টির প্রয়োজনে
আমি তোমারই হাত ধরে থাকি
মহাদেব মহাদেব
ভিড়ে হারালে তোমাকে ডাকি
মহাদেব মহাদেব
দিয়ে কুহকিনী মায়া ফাঁকি
মহাদেব মহাদেব
আমি তোমারই ছায়াতে থাকি
মহাদেব মহাদেব
বৃষবাহন নন্দী মহারাজ আগলায় তোমার দ্বার
নাগমণিধর বাসুকী নাগ গ্রীবায় তোমার অলংকার
গঙ্গাকে বইয়ে দিয়েছো চন্দ্রচূড় ওই জটা থেকে
পরম করুণায় চরণে রেখেছ দীন ভক্তকে
আমি তোমারই হাত ধরে থাকি মহাদেব মহাদেব
ভিড়ে হারালে তোমাকে ডাকি মহাদেব মহাদেব
দিয়ে কুহকিনী মায়া ফাঁকি
মহাদেব মহাদেব
আমি তোমারই ছায়াতে থাকি
মহাদেব মহাদেব