Beheshti Fuldani Saje歌词由Hifjur Rahman演唱,出自专辑《Beheshti Fuldani Saje》,下面是《Beheshti Fuldani Saje》完整版歌词!
Beheshti Fuldani Saje歌词完整版
রব তুলে নেন প্রিয় ফুলগুলি ফুলের বাগান থেকে
বেহেশতি ফুলদানি সাজে সেই ফুলের রেণু মেখে।।
রক্তরাঙা সে ফুল হাসে প্রিয় প্রভুকে শুধু ভালোবাসে
সে ফুল থেকে খুশবু ঝরে দোলায় দু'জাহান
কে বলে তাকে ঝরা ফুল সেতো চির সবুজ এক প্রান
তার রক্তে রঙিন দিপ্ত দ্যোতি বিজয় কাব্য লেখে।।
নবীর প্রেমে যে যুবক যায় বিলিয়ে তপ্ত প্রাণ
জেরীন হরফে লেখে ফেরেশতা কাব্য এ সুমহান
ক'জন আছো রবের প্রিয় বেহেশত আজকে কিনে নিও
বেহেশত ডাকে দু'হাত মেলে প্রতিবাদী যতো প্রাণ
তোরা মাখবি কে কে শিরিন শারাব বেহেশতি সুঘ্রান
আজ নাজরানা দাও রাসুল প্রেমের উত্তম সব থেকে।।