Kar Isharay歌词由Aqsa Binte Anas演唱,出自专辑《Kar Isharay》,下面是《Kar Isharay》完整版歌词!
Kar Isharay歌词完整版
কার ইশারায়
কথা: হাবীব রেজা আহমদ
ভোর বিহানে পাখির গানে
প্রাণ জুড়িয়ে যায়
ঊষা রবি মোহময়ী
রূপ ছড়িয়ে যায়
বলো, কার ইশারায়
পাহাড় গায়ে ঝরনার গান
নদীর জলে সুমধুর তান
সাগর বুকে উর্মিমালা
গাংচিলেরি প্রাণের মেলা
গোধূলিতে আবীর মাখে
ঐ আকাশের গায়
বলো, কার ইশারায়
দিনের শেষে রাত নিশীথে
কলিরা ফোটে মন খুশিতে
তারারা যেনো আলোর খেয়া
রাতের কালোয় রূপোর ছোঁয়া
চোখ জুড়ানো এমন সাজে
কে সাজালো হায়,,
বলো, কার ইশারায়
প্রজাপতির ডানায় ডানায়
আলপনা রঙ শুধুই মানায়
দোয়েল, শ্যামা, ঘুঘুর ডাকে
তাঁর নামেতেই পাই গো তাঁকে
তিনি আল্লাহ, মালিক মাওলা
গাফুর দয়াময়
সবি তাঁর ইশারায়