Pape Vora Jibon (Explicit)歌词由Samrat Ahmed演唱,出自专辑《Pape Vora Jibon》,下面是《Pape Vora Jibon (Explicit)》完整版歌词!
Pape Vora Jibon (Explicit)歌词完整版
কত শত পাপে ভরা আমার এ জীবন
তোমার কাছে প্রভু নেই তো গোপন
তোমারই করুনা শুধু চায় এই মোন
তোমার কাছে তাই করি আবেদন।
সৃষ্টির সেরা করে পাঠালে আমায়
বিনিময়ে দিতে কিছু পারিনি তোমায়
পৃথিবীর মায়াজ¦ালে পরে সারাক্ষণ
পাপের সাগরে ডুবে গিয়েছি কখন।
তোমারই করুনা শুধু চায় এই মোন
তোমার কাছে তাই করি আবেদন।
পাপের বোঝার যে নেই উপমা
শেষ বিচারে তাই চাই যে ক্ষমা
থাকবেনা পাশে আর কেউ তখন
তোমার সামনে আমি দাড়াবো যখন।
তোমার করুনা শুধু চায় এই মোন
তোমারই কাছে তাই করি আবেদন।