Mohul Bone Phul Phuteche歌词由Prianka Biswas演唱,出自专辑《Mohul Bone Phul Phuteche》,下面是《Mohul Bone Phul Phuteche》完整版歌词!
Mohul Bone Phul Phuteche歌词完整版
মহুল বনে ফুল ফুটেছে
আয়লো তোরা আয়
থোকায় থোকায় (২) চোখ জুড়িয়ে যায়
যায় গো থোকায় থোকায় চোখ জুড়িয়ে.যায়।
ও মোর সজনী
মহুল সুধায় মন হারিয়ে যায়
ও মোর সখী গো
বাঁশির সুরে অঙ্গ দুলে যায়।
কোন মহুয়ার চয়নে
মন উচাটন লগনে
নাগর আমার ভেঙেছে যে মান (২)
(ও মোর সজনী) সুরে সুরে জাগিল এ প্রাণ।
স্বপন রাঙা লগনে
তিতাং তালের বয়নে
মাদলে আজ ছন্দ খুঁজে পায়
ওরে লালের মেলায় (২) মন জুড়াবি আয়
ও মোর সখী গো বাঁশির সুরে অঙ্গ দুলে যায়।