Amar Mon Vore Na歌词由Rayhan Faruk演唱,出自专辑《Amar Mon Vore Na》,下面是《Amar Mon Vore Na》完整版歌词!
Amar Mon Vore Na歌词完整版
আমার মন ভরে না, প্রাণ ভরে না
যতইই দেখি রওজা খানা,
শূণ্য হৃদয়খানি পূর্ণ করো
স্বপ্নে এসে শাফিয়্যুনা!
মদীনার পথে পথে বালিকণায়
যতদূর হেঁটে হেঁটে যাই,
দরুদের পাঠে পাঠে কণ্ঠজুড়ে
শতসুর খুঁজে নবী পাই।
মরু-খরায় এই পিপাসিত মন
তোমায় ছাড়া যেন বাঁচে না
আকাশে মিটিমিটি চাঁদনী পসর
কতকাল হেসে হেসে কয়!
তোমায় দেখে তারা ধন্য হলো
জগৎ হয়েছে মধুময়।
না দেখার কষ্টে,পাথর হলো বুক
সইতে রসূল আর পারি না