笨鸟先飞
我们一直在努力
2025-01-09 16:43 | 星期四

Eso Prio Mahadi歌词-Hanifur rahman

Eso Prio Mahadi歌词由Hanifur rahman演唱,出自专辑《Eso Prio Mahadi》,下面是《Eso Prio Mahadi》完整版歌词!

Eso Prio Mahadi歌词

Eso Prio Mahadi歌词完整版

ঝরবে এভাবে আর কতো তাজাপ্রাণ

কতো আর মুখ বুজে সবো অপমান

আকসার চত্তরে ইয়াহুদের দল

বয়ে যাবে আর কত রক্তের ঢল

তাগুতের হাত থেকে আকসা ছিনিয়ে

আনতে লড়বো বলো আমরা কিনিয়ে

তোমারি অপেক্ষাতে মাজলুম জাতি

কেঁদে যায় মাসজিদে বসে দিবারাতি

এসো প্রিয় মাহাদি

শোধ করি চলো, শত শহিদের ঋণ

এলে প্রিয় মাহাদি

ফিরে পাবো মোরা, সেই সোনালী সুদিন

ছিলো যেটা আমাদের প্রথম কাবা

দিয়েছে সেখানে আজ শকুন থাবা

মৃত্যু মিছিলে ভরা আজ গোটা দেশ

দিনে দিনে জুলুমের বারছে যে রেশ

ছেলে হারা জননীর বুকে আহাজারি

শুনে শুনে হয়ে গ্যাছে এ আকাশ ভারী

আর কতো দিন বলো তোমার আশায়

থাকবো এভাবে মেনে নিয়ে পরাজয়

এসো প্রিয় মাহাদি

শোধ করি চলো, শত শহিদের ঋণ

এলে প্রিয় মাহাদি

ফিরে পাবো মোরা, সেই সোনালী সুদিন

যে আঙিনা জুরে ছিলো মুখরিত প্রাণ

চেয়ে দেখো তাতে শুধু বারুদের ঘ্রাণ

কাঁদে তাই কোটিপ্রাণ আকসা তরে

মুমিন হৃদয়ে ব্যাথা বেদনা ভরে

অতিতের সব নবী রাসুলের সাথে

রাসুল মিলেছে যেথা দাঁড়িয়ে সালাতে

সে মেঝেটা ভাসে দেখো রক্ত বানে

থাকবো কিভাবে চুপ দেখে শুনে

এসো প্রিয় মাহাদি

শোধ করি চলো, শত শহিদের ঋণ

এলে প্রিয় মাহাদি

ফিরে পাবো মোরা, সেই সোনালী সুদিন

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/efd4fVVA9BgBXUAUMDQ.html

相关推荐

  • 小喜鹊朋友多歌词-章汉民

    小喜鹊朋友多歌词-章汉民

    小喜鹊朋友多歌词由章汉民演唱,出自专辑《喜鹊》,下面是《小喜鹊朋友多》完整版歌词! 小喜鹊朋友多歌词完整版 青青草南山坡小喜鹊呀朋友多树杈上搭个窝爸妈叫...

  • 被困住的海歌词-李大猫

    被困住的海歌词-李大猫

    被困住的海歌词由李大猫演唱,出自专辑《被困住的海》,下面是《被困住的海》完整版歌词! 被困住的海歌词完整版 被困住的海作词:苏珂作曲:李大猫编曲:苏珂制...

  • 探清水河 (cover: 张云雷)歌词-初念

    探清水河 (cover: 张云雷)歌词-初念

    探清水河 (cover: 张云雷)歌词由初念演唱,出自专辑《随心》,下面是《探清水河 (cover: 张云雷)》完整版歌词! 探清水河 (cover: 张云雷)歌词完整版 探清水河(L...

  • 挪威的森林 (cover: 伍佰 & China Blue) (Demo)歌词-不吃香菜芹菜和野菜

    挪威的森林 (cover: 伍佰 & China Blue) (Demo)歌词-不吃香菜芹菜和野菜

    挪威的森林 (cover: 伍佰 & China Blue) (Demo)歌词由不吃香菜芹菜和野菜演唱,出自专辑《不吃香菜芹菜和野菜翻唱集》,下面是《挪威的森林 (cover: 伍佰 & Chin...