Eso Prio Mahadi歌词由Hanifur rahman演唱,出自专辑《Eso Prio Mahadi》,下面是《Eso Prio Mahadi》完整版歌词!
Eso Prio Mahadi歌词完整版
ঝরবে এভাবে আর কতো তাজাপ্রাণ
কতো আর মুখ বুজে সবো অপমান
আকসার চত্তরে ইয়াহুদের দল
বয়ে যাবে আর কত রক্তের ঢল
তাগুতের হাত থেকে আকসা ছিনিয়ে
আনতে লড়বো বলো আমরা কিনিয়ে
তোমারি অপেক্ষাতে মাজলুম জাতি
কেঁদে যায় মাসজিদে বসে দিবারাতি
এসো প্রিয় মাহাদি
শোধ করি চলো, শত শহিদের ঋণ
এলে প্রিয় মাহাদি
ফিরে পাবো মোরা, সেই সোনালী সুদিন
ছিলো যেটা আমাদের প্রথম কাবা
দিয়েছে সেখানে আজ শকুন থাবা
মৃত্যু মিছিলে ভরা আজ গোটা দেশ
দিনে দিনে জুলুমের বারছে যে রেশ
ছেলে হারা জননীর বুকে আহাজারি
শুনে শুনে হয়ে গ্যাছে এ আকাশ ভারী
আর কতো দিন বলো তোমার আশায়
থাকবো এভাবে মেনে নিয়ে পরাজয়
এসো প্রিয় মাহাদি
শোধ করি চলো, শত শহিদের ঋণ
এলে প্রিয় মাহাদি
ফিরে পাবো মোরা, সেই সোনালী সুদিন
যে আঙিনা জুরে ছিলো মুখরিত প্রাণ
চেয়ে দেখো তাতে শুধু বারুদের ঘ্রাণ
কাঁদে তাই কোটিপ্রাণ আকসা তরে
মুমিন হৃদয়ে ব্যাথা বেদনা ভরে
অতিতের সব নবী রাসুলের সাথে
রাসুল মিলেছে যেথা দাঁড়িয়ে সালাতে
সে মেঝেটা ভাসে দেখো রক্ত বানে
থাকবো কিভাবে চুপ দেখে শুনে
এসো প্রিয় মাহাদি
শোধ করি চলো, শত শহিদের ঋণ
এলে প্রিয় মাহাদি
ফিরে পাবো মোরা, সেই সোনালী সুদিন