Pother Dhare歌词由Gazi Anas Rawshan演唱,出自专辑《Pother Dhare》,下面是《Pother Dhare》完整版歌词!
Pother Dhare歌词完整版
বড় ছোট সব গুনাহের
হিসেব হবে সকল পাপের
বাদ রবেনা কোন আচার
চক্ষু এবং জিবের বিচার
জাগবে যখন কিয়ামতের
ভয়াবহ অকুল পাথার
আল্লাহুম্মা আজির না মিনান নার
আল্লাহুম্মা আজির নি মিনান নার
মুখে সেদিন রইবে তালা
বন্ধ হবে কথামালা
হিসেব হবে যাররা যাররা
ভাল আমল কিংবা শাররা
দুই ফেরেসতার হিসেব দেখে
সাক্ষ্য নিবে হস্ত ও পা’র
বড় বড় ক্ষমতাধর
পথ পাবেনা পালিয়ে যাবার
মহালিলার হুংকারপূর্ণ
করবে সকল দম্ভ চুর্ণ
সেদিন শুধু বাদশা হবে
ওয়াহিদুল কহহার
মা পালাবে ছেলে থেকে
ভাই পালাবে বোনকে রেখে
মাথার কাছে নামবে সূর্য
বাজবে রবের ক্রুধের তুর্জ
মুমিন জনের সহায় হবেন
গাফুরুগাফ্ফার