Amar Prithibi (Explicit)歌词由Muhin Khan&AF Saikot&Rajib Hossain演唱,出自专辑《Amar Prithibi (Explicit)》,下面是《Amar Prithibi (Explicit)》完整版歌词!
Amar Prithibi (Explicit)歌词完整版
প্রতিদিন আমি আমার পৃথিবী
সাজাই তোমার জন্য
তোমাকে নিয়েই গড়বো আবাস
তবেই জীবন ধন্য।
তোমার সকল ভালোলাগা
যা কিছু তোমার প্রিয়
সবই আমি রাখবো সেখানে
মিলিয়ে তুমি নিও।
তুমি আছো বলেই চিরসবুজ
আমার হৃদয় অরণ্য।
তোমার সকল না বলা চাওয়া
যা তোমায় সুখী করে
সেসব দিয়েই ভূবনটাকে
ভরাবো তোমার তরে।
এ জীবনটাকে ভালোলাগে
শুধুই তোমার জন্য।