lobon diye shad khuji歌词由Raju Mondol演唱,出自专辑《lobon diye shad khuji》,下面是《lobon diye shad khuji》完整版歌词!
lobon diye shad khuji歌词完整版
মানুষ তো সবাই মোরা (২)
কার ব্যথা কে বুঝি!
সুযোগ পেলে ক্ষতের মাঝে লবন দিয়া স্বাদ খুঁজি (২)
মানুষ তো সবাই মোরা (২)
কার ব্যথা কে বুঝি!
সুযোগ পেলে ক্ষতের মাঝে লবন দিয়া স্বাদ খুঁজি (২)
একজনে যে থাকলে ভালো দেখিয়া তাহায়
হিংসের আগুনে অন্যের শরীর পুড়ে যায়
বন্ধু শরীর পুড়ে যায়
একজনে যে থাকলে ভালো দেখিয়া তাহায়
হিংসের আগুনে অন্যের শরীর পুড়ে যায়
বন্ধু শরীর পুড়ে যায়
নিজের ভালো চাওয়া ছাড়া (২)
অন্য কিছু নাই বুঝি
সুযোগ পেলে ক্ষতের মাঝে লবন দিয়া স্বাদ খুঁজি (২)
নিজের ভালো করতে গিয়া অন্যজনার তরে
গর্ত খুঁড়ে রাখতে মোদের বিবেক নাহি নড়ে
হাইরে বিবেক নাহি নড়ে
নিজের ভালো করতে গিয়া অন্যজনার তরে
গর্ত খুঁড়ে রাখতে মোদের বিবেক নাহি নড়ে
ও মন বিবেক নাহি নড়ে
নিজের স্বার্থের জন্য মোরা (২)
খুন করিতেও রাজি!
সুযোগ পেলে ক্ষতের মাঝে লবন দিয়া স্বাদ খুঁজি (২)
আশিক বলে থামরে মানুষ করিস না আর ভুল
শেষ বিদায়ে কোন কিছুর পাইবা না আর কুল
মনা পাইবানা আর কুল
আশিক বলে থামরে মানুষ করিস না আর ভুল
শেষ বিদায়ে কোন কিছুর পাইবা না আর কুল
মনা পাইবানা আর কুল
মানবসেবার লাইগা তোমার (২)
জীবনকে ধরো বাজি
সুযোগ পেলে ক্ষতের মাঝে লবন দিয়া স্বাদ খুঁজি (২)
মানুষ তো সবাই মোরা (২)
কার ব্যথা কে বুঝি!
সুযোগ পেলে ক্ষতের মাঝে লবন দিয়া স্বাদ খুঁজি (৩