Mago Tomar Ador歌词由Saad Mahmud演唱,出自专辑《Mago Tomar Ador》,下面是《Mago Tomar Ador》完整版歌词!
Mago Tomar Ador歌词完整版
ঘরটা যেন থমকে আছে
লাগেনাতো ভাল
চাঁদনী রাতও কেন জানি
লাগে আঁধার কালো
কষ্ট নামের অগ্নী শিখায়
হয়ে গেছি কাতর
অবুজ এ মন চায় যে ফিরে
মাগো তোমার আদর।
কত মায়া দিয়ে তুমি
আগলে রাখতে বুকে
প্রতিটি ক্ষন পাশে ছিলে
দুঃখ কিবা সুখে ।।
সেই স্মৃতিরা অশ্রু হয়ে
চোখে জমায় আসর
↓
অবুজ এ মন চায় যে ফিরে
মাগো তোমার আদর।
আল্লাহ তুমি আমার মাকে,ক্ষমা করে দাও
তোমার রহম দিয়ে তাকে,আপন করে নাও।।
বুঝিনি মা মূল্য তোমার
বোকা ছিলাম এতো
সেই সে কথা ভেবে ভেবে
মনে ব্যথার ক্ষত ।।
তোমার শোকে ক্লান্ত হৃদয়
হয়ে গেছে পাথর
↓
অবুজ এ মন চায় যে ফিরে
মাগো তোমার আদর।