Megher Desh歌词由Sharan演唱,出自专辑《Megher Desh》,下面是《Megher Desh》完整版歌词!
Megher Desh歌词完整版
হাওয়া বদল
করে নাও নাও নাও
চেনা শহর
ফেলে
যাও যাও যাও
হাওয়া বদল
করে নাও নাও নাও
চেনা শহর
ফেলে
যাও যাও যাও
কি
ফেলে গ্যাছি
নাও
চলে গ্যাছি
ওই বুঝি এলো কারা
ক্যানো
আরো য্যানো
তোড়ে
ভেসে যাই
ক্যানো
আরো য্যানো
ভিড়ে
মিশে যাই
ক্যানো
আরো য্যানো
তোড়ে
ভেসে যাই
ক্যানো
আরো য্যানো
ভিড়ে
মিশে যাই
কোনঠাসা সাদামাটা কথকতা
আলগোছে গিলে ফেলা কত কথা
জলছবি, ঝরা পাতা, ভোরবেলা
চেনা গলি, লুকোচুরি, মন ভাঙা
পুরোনো আলনা
ভেজানো জানলা
সাজানো মিথ্যে কত সান্ত্বনা
কি
জেনে গ্যাছি
তাও
চলে গ্যাছি
ওই বুঝি এলো সারা
ক্যানো
আরো য্যানো
তোড়ে
ভেসে যাই
ক্যানো
আরো য্যানো
ভিড়ে
মিশে যাই
ক্যানো
আরো য্যানো
তোড়ে
ভেসে যাই
ক্যানো
আরো য্যানো
ভিড়ে
মিশে যাই