Punoray歌词由Punoray演唱,出自专辑《Punoray》,下面是《Punoray》完整版歌词!
Punoray歌词完整版
দেখো না কেউ তো তোমার পাশে আছে
যে তোমায় ভালোবাসে, তুমিই আছো তার বিশ্বাসে
অপেক্ষায় আছি দেখা হবে
আবারো বিচ্ছেদের এক রঙিন খেলায় একা করে আমাকে,সায় দিলে তুমি কার ডাকে
তবে ভুলিনি সে স্মৃতি,ভুলিনি সেসব আশা,ভুলিনি সে ছলনা,ভুলিনি তোমার সেই হাসি
ভুলিনি সেই মিঠা তুমি বলতে আমায় আমি তোমায় ভালোবাসি
সত্যিই কি ভালোবেসেছিলে
তাই বলে দূরে চলে গেলে
আমায় একা ফেলে রেখে
দোষ কি ছিল আমার
বিচ্ছেদে
একাকীত্বে নিজেকে নিয়েছি মেখে
তবুও ভালোবাসি, পাগলের মত বাসি
আমি যে তোমায়