Piriti Charai Chilam Vala歌词由Tosiba Begum演唱,出自专辑《Piriti Charai Chilam Vala》,下面是《Piriti Charai Chilam Vala》完整版歌词!
Piriti Charai Chilam Vala歌词完整版
আমি পাইলাম না জীবন
আমার হইলো না মরন
করিয়া প্রেমালিঙ্গন
অন্তর পুইড়া কালা
পিরিতি ছাড়াই ছিলাম ভালা
ও খালা গো
পিরিতি ছাড়াই ছিলাম ভালা ।।
পিরিতি অমূল্য ধন
সর্বলোকে বলে
সে ধনে ধনী হইয়া
যাচ্ছি রসাতলে
আমার বুকেতে আগুন জ্বলে
চোখে নদী-নালা ।।
পিরিতি বিষাক্ত ঢেউ
যে করে সে জানে
আশাকে চিতা বানায়
স্বপন ধইরা টানে
আমি সমাজে কলঙ্কিনী
পরে প্রেমের মালা ।।