Alok Rekhar Seshe歌词由Shawon Das演唱,出自专辑《Alok Rekhar Seshe》,下面是《Alok Rekhar Seshe》完整版歌词!
Alok Rekhar Seshe歌词完整版
আলোক রেখার শেষে
পৃথিবী এখন-ও তাই,
আমি কি আমাকে হারাতে চাই?
জানি না কোথায় তুমি ;
মিশে আছো ভীড়ের মাঝে।
সময় হারিয়ে যায়,
স্বপ্নগুলো কেন সত্যি হয় না ?
ভুল ঠিকানার মাঝে, দেখো ;
খুঁজে আমি পাইনা …
দিন যে রাত চলে যায়,
আকাশের তারাগুলো উঁকি মারে;
স্বপ্নগুলোর শেষে,
তোমাকে খুঁজে বেড়াই।
সূর্যের আলোর শেষে,
পেয়েছি তোমাকে, আমি এই বেশে।
শব্দগুলো লুকিয়ে,
আমি তোমাকে এঁকেছি বুকে।
কোটি বছরের ব্যবধানে,
তারাগুলোর মাঝে,
ফিরে-ফিরে চলে আসে
আলোক রেখা ;
স্বপ্নগুলোর রঙে রঙ মিলিয়ে,
অন্ধকার আকাশগুলো আলো করে।
বৃষ্টির মাঝে কান্না লুকিয়ে,
সেই হাতের লেখাগুলো ভিজিয়ে।
বৃষ্টির মাঝে কান্না লুকিয়ে,
সেই হাতের লেখাগুলো ভিজিয়ে,
তখন স্পষ্ট স্বরে কেঁদে,
চোখের জলগুলো হারিয়ে।
বেঁচে আছি আমি তোমার নামে
সেই লাল রঙা ফিতেগুলোর ভাঁজে,
এইভাবে আমি খুঁজে বেড়াই,
হাতে, এ-হাত রেখে, তোমার সাথে;
আমি হারাই।
তখনো বুঝিনি আমি,
তুমি যে আমার পাশে দাঁড়িয়ে।
হাতের মাঝে, পেন দিয়ে,
দিলেনা নাম'টা লিখে।