笨鸟先飞
我们一直在努力
2025-01-09 15:57 | 星期四

Ochena Voi歌词-Aqib Reza Aaraz

Ochena Voi歌词由Aqib Reza Aaraz演唱,出自专辑《Ochena Voi (The Remixes)》,下面是《Ochena Voi》完整版歌词!

Ochena Voi歌词

Ochena Voi歌词完整版

দখিনা বাতাসে ,অচেনা সুরে

অভিমান তুমি ,অভিমান আমি।

রাত জাগা ভোরে ,ছিলে তুমি পাশে

আড়ালে যখন, ভেসে ছিলে তুমি।

জানিনা এমন কেন তোমার জন্য হয়

ঝাপসানো চোখে,অনাবিল দৃষ্টিতে

শুধু থাকে তোমার জন্যে

অচেনা ভয়

না না না না …………

অচেনা ভয়

না না না না …………

মনের আকাশে, নিবিড় ভাষাতে

যখন ডাকি তোমাকে।

ঝাপসা চোখেতে, আবছা আলোতে

শুধু খুঁজি তোমাকে।

নিত্য দিনেরই, সব বাধা ভুলে

অচেনা মন খুঁজে তোমাকে,

অস্থির কল্পনায়, নতুন বাসনায়

আপন করে নিতে চাই তোমাকে।

অদ্ভুত এই হৃদয়

মানে না বারণ,

ভালোবাসা শুধু

কেনো খুঁজে কারণ।

জানিনা এমন কেনো

তোমার জন্য হয়

নিঝুম রাত্রিতে

ছাঁয়ার স্তব্ধতায়

শুধু থাকে তোমার জন্য

অচেনা ভয়

না না না………

অচেনা ভয়

না না না……

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/efdbbVVA9BQxVVQsNCg.html

相关推荐

  • 弟子规 (节选一) (伴奏)歌词-婷婷姐姐

    弟子规 (节选一) (伴奏)歌词-婷婷姐姐

    弟子规 (节选一) (伴奏)歌词由婷婷姐姐演唱,出自专辑《弟子规》,下面是《弟子规 (节选一) (伴奏)》完整版歌词! 弟子规 (节选一) (伴奏)歌词完整版 作词:〔清...

  • 怀念曾经的美好 (伴奏)歌词-天使萝莉

    怀念曾经的美好 (伴奏)歌词-天使萝莉

    怀念曾经的美好 (伴奏)歌词由天使萝莉演唱,出自专辑《怀念曾经的美好》,下面是《怀念曾经的美好 (伴奏)》完整版歌词! 怀念曾经的美好 (伴奏)歌词完整版 怀念曾...

  • DATDATDA歌词-Nanya

    DATDATDA歌词-Nanya

    DATDATDA歌词由Nanya演唱,出自专辑《DATDATDA》,下面是《DATDATDA》完整版歌词! DATDATDA歌词完整版 나를 쉽게 보고 다가오면2배로 더 힘들걸 중독돼 나와의 ...

  • soldier game歌词-Pile&三森すずこ&南條愛乃

    soldier game歌词-Pile&三森すずこ&南條愛乃

    soldier game歌词由Pile&三森すずこ&南條愛乃演唱,出自专辑《’s Complete BEST BOX Chapter.11》,下面是《soldier game》完整版歌词! soldier game歌词完整版...