Sesh Sujog歌词由Korral Reef演唱,出自专辑《Sesh Sujog》,下面是《Sesh Sujog》完整版歌词!
Sesh Sujog歌词完整版
শূন্য এ শহর শব্দহীন
ভয়ের গ্রাসে কাটছে দিন।
পথের বাঁকে কিছু সারমেয়।
জানালায় বসে তুমি গান গেও।
নিঃস্ব এ দেশ মৃত্যু পুরী।
মহামারীর ত্রাসে স্বপ্ন চুরি।
মৃত মানবতা সুপ্ত তিমিরে।
চিতায় জ্বলে শুয়ে কবরে।
ধরণি, আমি জানি তুমি সব সয়ে গ্যাছো।
মানুষের লোভে রোজ পুড়ে গ্যাছো।
তোমার কথা কেউ ভাবেনি।
তোমার কান্না মোছেনি।
পৃথিবী আমি জানি তুমি বদলা চাও।
তুমি এবার শান্ত হও।
এই শেষবার সুযোগ দাও।
এ যাত্রায় মুক্তি দাও।
তুচ্ছ এই জীবন মূল্যহীন।
একলা ঘরে কাটছে দিন।
দূরত্ব বেড়েছে নেই দেখাও।
ঈশ্বর, আল্লাহ্ দেখা দাও।
কেউ যা পারেনি, করোনা তা পেরেছে।
ধর্ম ভুলে মানুষ এক হয়েছে।
মন্দির মসজিদ স্বর্গে বা পাতালে।
ঈশ্বর সাদা পোশাকে হাসপাতালে।
ধরণি, আমি তোমার রাগের কথা জানি।
ঘুচিয়ে দাও সব শয়তানি।
যারা বনে আগুন লাগায়।
তেলের লোভে যুদ্ধ চায়।
প্রকৃতি, তুমি এবার শান্ত হও।
সব মানুষকে ক্ষমা করে দাও।
চির বসন্ত এনে দাও।
তুমি এবার ঘুমোতে যাও।