Nishite Nirole歌词由Arif Hossen Babu&Anowar Sardar演唱,出自专辑《Nishite Nirole》,下面是《Nishite Nirole》完整版歌词!
Nishite Nirole歌词完整版
নীশিতে নিরলে গোপনে গোপনে
আইসো মনের বাড়িতে
বন্ধু আইসো মনের বাড়িতে
বসিয়ে দেব রে মন পিরি তে
তোমার জন্য মোনের বনে
ফুটলো রঙের ফুল
সেই ফুলেতে হইতে ভ্রমর
না করিয়ো ভুল।
মন রঙেতে রাঙিযে দেব
তোমারে পাইলে।
আইসো মনের বাড়িতে
বন্ধু আইসো মনের বাড়িতে।
তোমায় দেখে মন যে আমার
করে রে অনচান
বুকে বাজে সাত সুরেতে
ভালোবাসার গান।
মন যে আমার চায় রে শুধু
তোমায় দেখিতে।
আইসো মনের বাড়িতে
বন্ধু আইসো মনের বাড়িতে।