Chader Cheye Sundor Tumi Maago歌词由Obaidullah Tareq演唱,出自专辑《Chader Cheye Sundor Tumi Maago》,下面是《Chader Cheye Sundor Tumi Maago》完整版歌词!
Chader Cheye Sundor Tumi Maago歌词完整版
তুমি আমার মক্কা মাগো
তুমি আমার মদিনা
তোমার পায়ে বেহেস্ত মাগো
সুখের ঠিকানা ।।
চাঁদের চেয়ে সুন্দর তুমি
হীরার চেয়ে দামী
প্রাণের চেয়ে মাগো তোমায়
ভালোবাসি আমি।
তোমার সাথে হয়না মাগো
কারোর তুলনা
তোমার আঁচলতলে এতো শান্তি
কোথাও মিলেনা ।।
তোমার জন্য জীবন মাগো
এই ধরাতে আসা
ছোট্ট এই বুকের ভিতর
তোমার ভালোবাসা
তোমার আদর সোহাগ ছাড়া
মনতো ভরেনা
সদা তুমি মাগো ভালো থেকো
করি প্রার্থনা ।।