笨鸟先飞
我们一直在努力
2025-01-25 12:35 | 星期六

Mon Kharaper Raat歌词-Anupam Bhowmick

Mon Kharaper Raat歌词由Anupam Bhowmick演唱,出自专辑《Mon Kharaper Raat》,下面是《Mon Kharaper Raat》完整版歌词!

Mon Kharaper Raat歌词

Mon Kharaper Raat歌词完整版

Raj Phoenix

একদিন ঠিকই তুই খুঁজবি আমারে,

পাবি না তুই সুখ থেকেও সুখের আসরে,

তোর সে খেয়ালে দিন কাটতো রে আমার,

খুন করলি তুই আমায় প্রেমের বাসরে,

বুকের ভেতরে কত আগুন জলে রে,

একলা করে তুই আমায় চলে গেলি রে,

আমার মন খারাপের রাত,

তোর হাতে অন্য হাত,

পুরবেও মন তোর যন্ত্রণায়,

রেখে গেলাম তোকে,

তোর সুখের এই পথে,

খুঁজবি তবুও তুই সেদিন আমায় |

আমার চেয়েও বেশি তুই চাইবি আমাকে,

না পেলে রাখিস চোখ রাতের আকাশে,

তারার মতো জলবো আমি একলা এই রাতে

দূর থেকে কাদিস তা দেখে

ভাঙবে ঠিকই তোর ভুল,

দিয়েই যাবি মাশুল,

পাবি না আর খুঁজে তুই আমায়,

আমার মন খারাপের রাত,

তোর হাতে অন্য হাত,

পুরবেও মন তোর যন্ত্রণায় ।

রেখে গেলাম তোকে,

তোর সুখের এই পথে,

খুঁজবি তবুও তুই সেদিন আমায় |

আমার ভেতর জুড়ে আজ নেশার বসবাস,

তোর নেশায় পরে আজ হবো পরবাস,

আমার চোখের জল ,তোর মিষ্টি প্রেমের ছল

কাদাবেও একদিন তোকে

গিটারের পুরোনো সুর,

আমি আজ বহুদুর,

পাবি না আর খুঁজে তুই আমায়,

আমার মন খারাপের রাত,

তোর হাতে অন্য হাত,

পুরবেও মন তোর যন্ত্রণায়

রেখে গেলাম তোকে,

তোর সুখের এই পথে,

খুঁজবি তবুও তুই সেদিন আমায় |

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/efddfVVA9BQtVVQEECQ.html

相关推荐

  • Spirit of Forgetfulness歌词-Blackbriar

    Spirit of Forgetfulness歌词-Blackbriar

    Spirit of Forgetfulness歌词由Blackbriar演唱,出自专辑《A Dark Euphony (Explicit)》,下面是《Spirit of Forgetfulness》完整版歌词! Spirit of Forgetfuln...

  • Il Meno Possibile歌词-Marco Mengoni&Gazzelle

    Il Meno Possibile歌词-Marco Mengoni&Gazzelle

    Il Meno Possibile歌词由Marco Mengoni&Gazzelle演唱,出自专辑《MATERIA (PRISMA)》,下面是《Il Meno Possibile》完整版歌词! Il Meno Possibile歌词完整版 作...

  • Mecca歌词-Gene Pitney

    Mecca歌词-Gene Pitney

    Mecca歌词由Gene Pitney演唱,出自专辑《20 Re-Energized Hits: 1962》,下面是《Mecca》完整版歌词! Mecca歌词完整版 Mecca - Gene Pitney以下歌词翻译由微信翻...

  • easier said歌词-Elijah Woods

    easier said歌词-Elijah Woods

    easier said歌词由Elijah Woods演唱,出自专辑《what if it was great?》,下面是《easier said》完整版歌词! easier said歌词完整版 easier said - Elijah Woo...