Mon Kharaper Raat歌词由Anupam Bhowmick演唱,出自专辑《Mon Kharaper Raat》,下面是《Mon Kharaper Raat》完整版歌词!
Mon Kharaper Raat歌词完整版
Raj Phoenix
একদিন ঠিকই তুই খুঁজবি আমারে,
পাবি না তুই সুখ থেকেও সুখের আসরে,
তোর সে খেয়ালে দিন কাটতো রে আমার,
খুন করলি তুই আমায় প্রেমের বাসরে,
বুকের ভেতরে কত আগুন জলে রে,
একলা করে তুই আমায় চলে গেলি রে,
আমার মন খারাপের রাত,
তোর হাতে অন্য হাত,
পুরবেও মন তোর যন্ত্রণায়,
রেখে গেলাম তোকে,
তোর সুখের এই পথে,
খুঁজবি তবুও তুই সেদিন আমায় |
আমার চেয়েও বেশি তুই চাইবি আমাকে,
না পেলে রাখিস চোখ রাতের আকাশে,
তারার মতো জলবো আমি একলা এই রাতে
দূর থেকে কাদিস তা দেখে
ভাঙবে ঠিকই তোর ভুল,
দিয়েই যাবি মাশুল,
পাবি না আর খুঁজে তুই আমায়,
আমার মন খারাপের রাত,
তোর হাতে অন্য হাত,
পুরবেও মন তোর যন্ত্রণায় ।
রেখে গেলাম তোকে,
তোর সুখের এই পথে,
খুঁজবি তবুও তুই সেদিন আমায় |
আমার ভেতর জুড়ে আজ নেশার বসবাস,
তোর নেশায় পরে আজ হবো পরবাস,
আমার চোখের জল ,তোর মিষ্টি প্রেমের ছল
কাদাবেও একদিন তোকে
গিটারের পুরোনো সুর,
আমি আজ বহুদুর,
পাবি না আর খুঁজে তুই আমায়,
আমার মন খারাপের রাত,
তোর হাতে অন্য হাত,
পুরবেও মন তোর যন্ত্রণায়
রেখে গেলাম তোকে,
তোর সুখের এই পথে,
খুঁজবি তবুও তুই সেদিন আমায় |