Tor Katha Mone Pore歌词由Bhaskar Bhadra演唱,出自专辑《Tor Katha Mone Pore》,下面是《Tor Katha Mone Pore》完整版歌词!
Tor Katha Mone Pore歌词完整版
তোর কথা মনে পড়ে নিশিদিন
কোথায় গেলি যে তুই হারিয়ে
এই হাতে জমে আছে কতো ঋণ
ফেরাবো কি করে বল কি দিয়ে
তোর কথা মনে পড়ে নিশিদিন।।
কতো কথা, কতো ব্যথা,
মনে পড়ে যায়
স্মৃতি এসে কড়া নাড়ে
মন দরজায়
সবই আছে এখানেই
শুধু তুই নেই আর
আমি আজ একা আছি দাড়িয়ে
তোর কথা মনে পড়ে নিশিদিন
কোথায় গেলি যে তুই হারিয়ে
এই হাতে জমে আছে কতো ঋণ
ফেরাবো কি করে বল কি দিয়ে
তোর কথা মনে পড়ে নিশিদিন।।
কতো হাসি, কতো গান,
কতো খেলা, ভিড় করে মনে
স্মৃতির সরণি বেয়ে
তোকে ছুঁতে পারি আজও
জল আসে, দুচোখের কোণে
কতো হাসি, কতো গান,
কতো খেলা, ভিড় করে মনে।।
চলে যেতে, হবে জানি, কোন একদিন
সে ছবি ধূসর হবে, যা ছিলো রঙিন
সেখানেই হবে দেখা আমাদের দুজনের
পৃথিবীর সব মায়া ছাড়িয়ে
তোর কথা মনে পড়ে নিশিদিন
কোথায় গেলি যে তুই হারিয়ে
এই হাতে জমে আছে কতো ঋণ
ফেরাবো কি করে বল কি দিয়ে
তোর কথা মনে পড়ে নিশিদিন
তোর কথা মনে পড়ে নিশিদিন।।