Besamal Prem歌词由Avirup Dasgupta演唱,出自专辑《Besamal Prem》,下面是《Besamal Prem》完整版歌词!
Besamal Prem歌词完整版
এক মুঠো প্রেম, রাত জাগা ভোর,
একটা রাতের একটু আদর,
নাম না জানা, কোন সে বিকেল, পথ যে হারায় বাইসাইকেল,
কোন সে আগুন ভাবছে ফাগুন, হাতটা তোর ধরতে চাই,
আমার মন আনমনে শুধু, তোর সঙ্গে চলতে চাই,
তাই বেসামাল প্রেম আজ বুঝিনি , মিথ্যে কথা যে বলতে শিখিনি, ভালোবাসি তোকে বলতে পারিনি, তবু অন্ধকারে হাত ছাড়িনি।
বাকি কটা দিন জলছবি বেরঙিন,
তুই সঙ্গী হয়ে থাকবে রোজ,
অবুঝের সংসারে, রোজ যদি কেউ হারে,
মিথ্যে প্রেমের খোঁজ,
তাই রাতের চাদরে ঘুমের আদরে, ঠোঁট থেকে হাসি ঝরে পড়ে,
কেন এত অবহেলা, ভিড় ঠেলে পথ চলা, চোখ থেকে জল পড়ে।