Jonosrot歌词由Amateur演唱,出自专辑《Jonosrot》,下面是《Jonosrot》完整版歌词!
Jonosrot歌词完整版
এই সকালে রোদের নীড়ে
চেনা এই শহরে মুগ্ধতা
ছেয়ে যাওয়া
দূরে তাকিয়ে মনের খেয়ালে
দেখি আমি
রঙের-ছটা,মিষ্টি আভা
জেগে ওঠে সময়ের সাথে
জনস্রোত
এই শহরের বুকে
ক্রমশ ফিকে হয়ে যায়
আমাদের সভ্যতা
চেনা এই শহর
যেন হয়ে যায় অচেনা
ক্রমশ ফিকে হয়ে যায়
আমাদের সভ্যতা
চেনা এই শহর
যেন হয়ে যায় অচেনা.
যান্ত্রিকতা ঘিরে ধরে
মুখশে ঢাকা এই নগরে
বদলে যাওয়া সময়ে
ছুটে চলা
ব্যাস্ততাকে করেছি
নিজের ঠিকানা
বদলে যাওয়া সময়ে
ছুটে চলা
ব্যাস্ততাকে করেছি
নিজের ঠিকানা
জেগে ওঠে সময়ের সাথে
জনস্রোত
এই শহরের বুকে