Onto歌词由Dhi Harmony演唱,出自专辑《Kolpona (Explicit)》,下面是《Onto》完整版歌词!
Onto歌词完整版
ভাষা অশান্ত
বিবেকটাও ক্লান্ত
পরিণতি কে জানতো?
করেছে মন্ত্রমুগ্ধ
অনেক জমেছে অর্থ
প্রতিশ্রুতির গাড়ি চলতো
স্বাধীন মাটিতে ব্যর্থ
মুখচাপা দিয়ে তারা বলতো
আয়, ছুঁটে আয়, তোরা
আয়, ছুঁটে আয়, তোরা
যা, ভেসে যা, তোরা
দেখ, এবার দেখ, অন্ত
রঙমাখা দিগন্ত
সাধারণ বিভ্রান্ত
শক্তির প্রাচুর্য
বিবেচনাহীন অস্ত্র
তার কথা সব শুনত
স্বার্থসিদ্ধির যন্ত্র
পরিণতি কে জানতো?
কারণ, করেছে মন্ত্রমুগ্ধ
অনেক জমেছে অর্থ
প্রতিশ্রুতির গাড়ি চলতো
স্বাধীন মাটিতে ব্যর্থ
মুখচাপা দিয়ে তারা বলতো
আয়, ছুঁটে আয়, তোরা
আয়, ছুঁটে আয়, তোরা
যা, ভেসে যা, তোরা
দেখ, এবার দেখ, অন্ত