Allahu Allahu歌词由Qari Abu Rayhan演唱,出自专辑《Allahu Allahu》,下面是《Allahu Allahu》完整版歌词!
Allahu Allahu歌词完整版
আল্লাহু আল্লাহু
তুমি জাল্লে জালালু
শেষ করাতো যায় না গেয়ে
তোমার গুনগান। (২)
তুমি কাদের গাফ্ফার
তুমি জলিল জাব্বার
অনন্ত অসীম তুমি
রহিম রহমান।
তুমি মাটির আদমকে
প্রথম সৃষ্টি করিয়া
ঘোষণা করিয়া দিলে
শ্রেষ্ঠ বলিয়া।
তাই নূরের ফেরেস্তা
করে আদমকে সেজদা। (২)
তুমি সবার চেয়ে দিলে
মাটির মানুষকে সন্মান।।
শিশু মুসা নবীরে
যখন দুশমনেরি ঢড়ে
সিন্দুকে ভরিয়া দিলে
ভাসাইয়া সাগরে।
প্রাণে ছিল তাহার ভয়
সেথা পেল সে আশ্রয়।
সেই দুষমনেরি ঘরে
তাহার বাচাইলে প্রাণ।
যখন ইউনুছ নবীরে খাইল মাছেতে গিলিয়া
ফেরেশতা পাঠাইলে তুমি এছমে আজম দিয়া ।।
দমে দমেতে হরদম সে পড়েছে এ ইসমে আজম ।।
সেই মাছের উদর হতে সে যে পেলো পরিত্রান
আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তমার গুনগান
তুমি কাদের গফফার
তুমি জলিল জব্বার
অনন্ত অসীম তুমি রহিম রহমান।।
আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তমার গুনগান ।।
আল্লাহু আল্লাহু ।