Duniya Mukhi歌词由Nowshad Mahfuz&Zahidul Islam&Message Cultural Group演唱,出自专辑《Duniya Mukhi》,下面是《Duniya Mukhi》完整版歌词!
Duniya Mukhi歌词完整版
এতো যে দুনিয়া ভেসেছো ভালো
কতটা দিবস বলো বাঁচবে
এই তাসের ঘরে কদিন থাকবে বলো
সেকথা তুমি যদি ভাবতে
সেকথা তুমি যদি জানতে
ঐ দুটি চোখ তোমার ফেলবে না পলক
প্রেয়সীর চোখে চোখ রবে না
দুটি ঠোঁটে কথার ফুলঝুড়ি খৈ ফোটে
এ মুখে মধুর ভাষা রবে না
তুমি সবকিছু ছেড়ে যাবে
ঐ যে পারে
আকাশে তারা রবে মেঘেরা ছায়া দেবে
রবেনা তোমার এ ঠিকানা
যাও যদি খালি হাতে কি পাবে আখেরাতে
ভোলা মন তুমি কেন ভাবো না
তোমার সবকিছু পরে রবে
এই যে পাড়ে