Moron Bari歌词由Pothik Uzzal&Shohel Deon演唱,出自专辑《Moron Bari》,下面是《Moron Bari》完整版歌词!
Moron Bari歌词完整版
মাটির দেহ মাটি খাবে কেউবা আগে কেউ বা পরে
মাটির দেহ মাটি খাবে কেউবা আগে কেউ বা পরে
থাকলি না মন নিজের ঘরে থাকলি না মন নিজের ঘরে
পাপের বোঝা ভারী আসলে মরণ যাইতে হবে মরণেরও বাড়ি
আসলে মরণ যাইতে হবে এই দুনিয়া ছাড়ি
সুদ ঘুষে পাহাড় গড়ছ কত জমিদারি
পরের টাকায় করছো বাড়ি থাকবে না সেই বাড়ি
সুদ ঘুষে পাহাড় গড়ছ কত জমিদারি
পরের টাকায় করছো বাড়ি থাকবে না সেই বাড়ি
কই যাবে তোর ব্যাংক অ্যাকাউন্ট
কই যাবে তোর ব্যাংক অ্যাকাউন্ট
কই যাবে তোর ব্যাংক অ্যাকাউন্ট
কই যাবে তোর গাড়ি
আসলে মরণ যাইতে হবে মরণেরও বাড়ি
আসলে মরণ যাইতে হবে এই দুনিয়া ছাড়ি
কোলবালিশটা থাকবে পরে বিছানাটা ফাঁকা
বন্ধুবান্ধব চলে আসবে রেখে তোমায় একা
কোলবালিশটা থাকবে পরে বিছানাটা ফাঁকা
বন্ধুবান্ধব চলে আসবে রেখে তোমায় একা
পাগল সোহেল ডুবলে জ্বলে
পাগল সোহেল ডুবলে জ্বলে
পাগল সোহেল ডুবলে জ্বলে
দিও সবাই মাটি
আসলে মরণ যাইতে হবে মরণেরও বাড়ি
আসলে মরণ যাইতে হবে এই দুনিয়া ছাড়ি
মাটির দেহ মাটি খাবে কেউবা আগে কেউ বা পরে
মাটির দেহ মাটি খাবে কেউবা আগে কেউ বা পরে
থাকলি না মন নিজের ঘরে থাকলি না মন নিজের ঘরে
পাপের বোঝা ভারী আসলে মরণ যাইতে হবে মরণেরও বাড়ি
আসলে মরণ যাইতে হবে এই দুনিয়া ছাড়ি
আসলে মরণ যাইতে হবে মরণেরও বাড়ি
আসলে মনে যাইতে হবে এই দুনিয়া ছাড়ি