Ki Oporadh Cilo Amar歌词由P Tune Studio&SA Apon演唱,出自专辑《Ki Oporadh Cilo Amar》,下面是《Ki Oporadh Cilo Amar》完整版歌词!
Ki Oporadh Cilo Amar歌词完整版
কি অপরাধ ছিল আমার
তোরে ভালোবাসা
মিথ্যে মায়ার ছলনাতে
দিলে আমায় সাজা।
নতুন ফুলের গন্ধ মেখে
আছিস বড় সুখে
অন্ধকারে পুড়ছে জীবন
বন্দী কারাগারে।
তোর উপহার এমন হবে
ছিল না তো জানা
চার দেয়ালে বন্দী জীবন
কান্না কেউ শোনে না।
প্রেম ছিলনা তোর মনেতে
ছিল স্বার্থ বাজি
তাই তো হলো এমন দশা
কান্না ভেজা আঁখি।
প্রেমের ছলে মারলি ছুরা
ওরে নিঠুর প্রিয়া
বুকের মাঝে রক্তক্ষরণ
বাড়ছে দ্বিগুণ জ্বালা।
বুঝলি না তুই মনের ব্যথা
ভালোবাসার মানে
মিথ্যে ছিল প্রতিশ্রুতি
বুঝিনি তা আগে।
কার বাসরে আছিস সুখে
ভুইলা আমার কথা
মৃত্যু শুধু গুনছে প্রহর
নিরব কান্না ছাড়া।