Dushto Kokila歌词由Shifat E Nushrat Reshma演唱,出自专辑《Dushto Kokila》,下面是《Dushto Kokila》完整版歌词!
Dushto Kokila歌词完整版
গানের কথা:
-----------------
দুষ্ট কোকিলা
------------------
কী গান গাহিল ওরে দুষ্ট কোকিলায়
প্রাণে মরি ছটফটাইয়া মরা আঙিনায়
প্রাণসখা পাশে নাই ফাগুনরাঙা মোহনায়
যৌবনবাগে ফুল ফু্ইটাছে বহে দখিন বায়
রঙেভরা ফাগুন মাসে ভাসি চোখের জলে
সুরবীণায় আকুলিয়া সারা অঙ্গ দোলে
জবাফুলে খোঁপা বেঁধে দাঁড়াই সীমানায়
শেষ বিকালে যাব আমি তোমার ঠিকানায়
তুমি আমার বৃক্ষ বন্ধু আমি বনলতা
বরণমালা দিছি তোমায় দিছি মনের কথা
গানের কলি ভইজা রাখসি গহীন অন্তরায়
মুখোমুখি গাইব গান অচিন নিরালায়
মধুমাসে চাইয়া থাকি অপলক চোখে
কচুর পাতায় জীবনজল কেহ নাহি দেখে
অন্তর পুড়ে কালো হলেও হিয়ার জানালায়
প্রেমজ্যোতির আলো দেখে কষ্ট ভুলি হায়।