Tomake Pabo Bole歌词由Raihan Al Hassan&Titas Kazi演唱,出自专辑《Tomake Pabo Bole》,下面是《Tomake Pabo Bole》完整版歌词!
Tomake Pabo Bole歌词完整版
তোমাকে পাবো বলে কত যে স্বপ্ন দেখে
কত রাত কত দিন গেছে এমনি হারিয়ে
এ যেন বুকের মাঝে জমানো সুখের ব্যথা
হৃদয়ের আঙিনায় আছ যে দাঁড়িয়ে।
কে জানে কবে যে হবে কি দেখা আর
ফিরে যায় ফাগুনের বাহারি দিন আবার
তবুও কেন যে থাকি হাত বাড়িয়ে।
সুখপাখি যায় উড়ে আসে না আর ফিরে
মন পোড়ে কার তরে কার স্মৃতি রয় ঘিরে
কেন যে যাও চলে সুখটুকু মাড়িয়ে।