CHOL NA RE BHAI歌词由SPB演唱,出自专辑《CHOL NA RE BHAI》,下面是《CHOL NA RE BHAI》完整版歌词!
CHOL NA RE BHAI歌词完整版
Hook :
চল না রে ভাই চল না রে ভাই
আমার মন ভালো নাই একটা গার্লফ্রেন্ড পটাই
চল না রে ভাই চল না রে ভাই
আমার মন ভালো নাই একটা গার্লফ্রেন্ড পটাই
Verse :
লাউ গাছে লাউ ঝোলে তোর হাতে লাউ
আজকালকার মেয়েরা তো খায় বেশি ভাউ
ঠোঁটে লাল Lipstick আর চোখের ওই কাজল
দূর থেকে Kiss দিলে হব যে পাগল
তোমার রূপের ওই জলবা তে হয়েছি ফিদা
আমি যদি রাম হই তুমি আমার সীতা
চাকদার ছেলে বলে দিচ্ছনা ভাউটা
আজ তুমি সুন্দরি কাল হবা দিদা
Verse :
শেষ দিনে Rose কিনে দিতে তোমায় পারিনি
আমি কাঁদিনি দেখেছি কত কিছু
হয়েছে মাথা নিচু করা রোদে রাস্তায়
বাড়ি গিয়ে ভালোবাসা বেঁধে দিলাম বস্তায়
সস্তায় বুঝিনি তো তোর ভালোবাসা কাছে আসা মিথ্যে আশা দিয়েছিলি আমাকে
হ্যাঁ ভাবিনি তো অন্যের হাত ধরে আমি দেখবো তো তোমাকে
এভাবে স্বভাবে পরিনিত করিনি
খেলিনি মন নিয়ে আমি তো কখনো খেলিনি
ভাবিনি তোকে ছাড়া আর কিছু আর ভাবিনি
ভালোবাসা চক্করে আমি আর পড়িনি
Hook :
চল না রে ভাই চল না রে ভাই
আমার মন ভালো নাই একটা গার্লফ্রেন্ড পটাই
চল না রে ভাই চল না রে ভাই
আমার মন ভালো নাই একটা গার্লফ্রেন্ড পটাই
Verse :
তোমার killer Look এতে খোলা যে চুল
ঘায়েল করেছে Body তে ফুল
হাতে হাত ধরে কাছেতে টানা
মনেতে জায়গায় উত্তেজনা
You are the best বলতে পারি তুমি তো ওগো বঙ্গনারী
অফিসের কাজের একই সাথেতে আগলে রেখো আমার পুরোটা বাড়ি
আমি জানিনা বুঝিনা আমি বুঝিনা জানিনা
আমি তোমাকে ছাড়া আর কিছু যে চিনি না
আমি তোমাকেই ভালোবাসি তোমাকেই চাই
সাত জনম ধরে যেন তোমাকেই পাই
তুমি আসোনা কাছেতে হৃদয়ের মাঝেতে
সাজাবো তোমাকে নিজেরই হাতেতে
গোপাল ভাঁড় আমি তুমি আমার গিন্নি
Come first baby I am horny