Matir Putul歌词由Gamcha Palash演唱,出自专辑《Matir Putul》,下面是《Matir Putul》完整版歌词!
Matir Putul歌词完整版
কোথায় ছিলাম, কোথায় এলাম-
কোথায় যাবো জানিনা।
পাইনা খুঁজে আমি অধম সেই মূলেরই ঠিকানা।
ধরনিতে অধিপতি-
বুঝিনা গো তাহার মতি।
ছুঁড়ে দিলাম দিবারাতি- ভুলের তীরে নিশানা।
কি বা এমন ধবল পানি-
তারই মাঝে জন্ম ধ্বনি।
মানব সৃষ্টির সেই কাহিনি- আদম হতে সূচনা।
জানে সকল আল্লাহ জানে-
কেউ বা বলে ভগবানে।
সেজদা ভক্তি এক চরনে- ভিন্ন কোথায় বলোনা।
শূন্য একটা মাটির খাঁচায়-
প্রানের পাখি আসে যায়।
আকাইদে পাগল প্রায়- ভাবিতে সেই ভাবনা।