Govire歌词由Rehaan Rasul&Priyanka Gope演唱,出自专辑《Govire》,下面是《Govire》完整版歌词!
Govire歌词完整版
বুকেরই ভেতরে গভীর করে
লিখেছি তোমাকে কত আদরে,
সবুজের সাঁতারে, মেঘ ছোঁয়া পাহাড়ে
নির্বাক দেখি মুগ্ধ আহারে।
আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা
ভালোবাসি বড় বেশি, প্রিয়তমা,
আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা
ভালোবাসি বড় বেশি, প্রিয়তমা।
প্রিয়তমা ..
আকাশের কবিতায়, আছো কি যে মায়ায়
ভালোবেসে তোমাকে, বাতাসে লিখে যায়।
আকাশের কবিতায়, আছো কি যে মায়ায়
ভালোবেসে তোমাকে, বাতাসে লিখে যায়।
হৃদয় জুড়ে প্রিয় উপমা ..
আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা
ভালোবাসি বড় বেশি, প্রিয়তমা,
আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা
ভালোবাসি বড় বেশি, প্রিয়তমা।
জীবনের মাঝটায়, ঘোর লাগা পুরোটায়
মনে মনে অন্তরে, তোমাকে বুনে যায়।
জীবনের মাঝটায়, ঘোর লাগা পুরোটায়
মনে মনে অন্তরে, তোমাকে বুনে যায়।
অনেক কথাই আছে জমা ..
আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা
ভালোবাসি বড় বেশি, প্রিয়তমা,
আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা
ভালোবাসি বড় বেশি, প্রিয়তমা।