笨鸟先飞
我们一直在努力
2025-01-24 22:48 | 星期五

Govire歌词-Rehaan Rasul&Priyanka Gope

Govire歌词由Rehaan Rasul&Priyanka Gope演唱,出自专辑《Govire》,下面是《Govire》完整版歌词!

Govire歌词

Govire歌词完整版

বুকেরই ভেতরে গভীর করে

লিখেছি তোমাকে কত আদরে,

সবুজের সাঁতারে, মেঘ ছোঁয়া পাহাড়ে

নির্বাক দেখি মুগ্ধ আহারে।

আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা

ভালোবাসি বড় বেশি, প্রিয়তমা,

আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা

ভালোবাসি বড় বেশি, প্রিয়তমা।

প্রিয়তমা ..

আকাশের কবিতায়, আছো কি যে মায়ায়

ভালোবেসে তোমাকে, বাতাসে লিখে যায়।

আকাশের কবিতায়, আছো কি যে মায়ায়

ভালোবেসে তোমাকে, বাতাসে লিখে যায়।

হৃদয় জুড়ে প্রিয় উপমা ..

আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা

ভালোবাসি বড় বেশি, প্রিয়তমা,

আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা

ভালোবাসি বড় বেশি, প্রিয়তমা।

জীবনের মাঝটায়, ঘোর লাগা পুরোটায়

মনে মনে অন্তরে, তোমাকে বুনে যায়।

জীবনের মাঝটায়, ঘোর লাগা পুরোটায়

মনে মনে অন্তরে, তোমাকে বুনে যায়।

অনেক কথাই আছে জমা ..

আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা

ভালোবাসি বড় বেশি, প্রিয়তমা,

আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা

ভালোবাসি বড় বেশি, প্রিয়তমা।

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/efe64VVA9BQ1TVgUCCA.html

相关推荐

  • Será que Deus quis assim?歌词-Rafa Kabelo

    Será que Deus quis assim?歌词-Rafa Kabelo

    Ser que Deus quis assim?歌词由Rafa Kabelo演唱,出自专辑《Ser que Deus quis assim?》,下面是《Ser que Deus quis assim?》完整版歌词! Ser que Deus quis ...

  • 瞒天过海之百万金库盗窃案歌词-关于妮一生的风景

    瞒天过海之百万金库盗窃案歌词-关于妮一生的风景

    瞒天过海之百万金库盗窃案歌词由关于妮一生的风景演唱,出自专辑《老王讲奇闻》,下面是《瞒天过海之百万金库盗窃案》完整版歌词! 瞒天过海之百万金库盗窃案歌词...

  • Piman bonda man jak歌词-Unity 4 Zouk

    Piman bonda man jak歌词-Unity 4 Zouk

    Piman bonda man jak歌词由Unity 4 Zouk演唱,出自专辑《UNITY 4 ZOUK》,下面是《Piman bonda man jak》完整版歌词! Piman bonda man jak歌词完整版 PIMAN BON...

  • Agaiyndy (Live)歌词-ORYNKHAN

    Agaiyndy (Live)歌词-ORYNKHAN

    Agaiyndy (Live)歌词由ORYNKHAN演唱,出自专辑《Acoustic Live》,下面是《Agaiyndy (Live)》完整版歌词! Agaiyndy (Live)歌词完整版 Aaynny qasynda, qoryqpas...