Tomra Maiya beshi bujho歌词由FA Pritam演唱,出自专辑《Tomra Maiya beshi bujho》,下面是《Tomra Maiya beshi bujho》完整版歌词!
Tomra Maiya beshi bujho歌词完整版
তোমরা মাইয়া বেশি বুঝো
মনের মানুষ বোঝনা
টাকা থাকলে ফাল মারো
আসল নকল খুঁজো না
বিয়া করবা পয়সাওয়ালা
এইতো তোমার থিম
ফুলের মধু সব খাওয়াইয়া
শেষে মিলে ডিম
তোমার জন্য কান্দি আমি
করি আহাজারি
তুমি মাইয়া করলা চিটারি
ডেটিং মারতে মজা লাগে
বিয়া করতে কষ্ট
টাকা-পয়সা খাওয়ার শেষে
নাম্বার থাকে ব্যস্ত
ফেসবুক আর ম্যাসেঞ্জার
থাকে তোমার তালা
একদিন তুমি বুঝবা মনু
মন ভাঙ্গনের জ্বালা
তোমার জন্য কান্দি আমি
করি আহাজারি
তুমি মাইয়া করলা চিটারি
মন বিলানো ব্যবসা তোমার চলছে জমজমাট
মাইনকার চিপায় পড়লে তুমি চিনবা সদরঘাট
তোমার মুখের কথা মধু
মনে ফরমালিন
ধরসি কানে প্রেম করবো না
আরজে কোন দিন
তোমার জন্য কান্দি আমি
করি আহাজারি
তুমি মাইয়া করলা চিটারি