Je Priyar Jonney歌词由Monir Khan演唱,出自专辑《Dui Ana Premer Phaki》,下面是《Je Priyar Jonney》完整版歌词!
Je Priyar Jonney歌词完整版
Je Priyar Jonney - Monir Khan
Lyrics by:Goutom De
Composed by:Ali Akbar Rupu
যে প্রিয়ার জন্যে
আমার পৃথিবী ভেঙে গেছে
যে প্রিয়ার জন্যে
আমার পৃথিবী ভেঙে গেছে
সে প্রিয়া সুখে কি দুঃখে
আমার তাতে কি যায় আসে
যে প্রিয়ার জন্যে
আমার পৃথিবী ভেঙে গেছে
সে প্রিয়া সুখে কি দুঃখে
আমার তাতে কি যায় আসে
কি যায় আসে কি যায় আসে
আকাশ থেকে মাটি বহু দুরত্বে
তবুও মিশে যায় সে দিগন্তে
আকাশ থেকে মাটি বহু দুরত্বে
তবুও মিশে যায় সে দিগন্তে
আমি ওর মত
আমি ওর মত এত নির্লজ্জ নই
আমারও যে অভিমান আছে
যে প্রিয়ার জন্যে
আমার পৃথিবী ভেঙে গেছে
সে প্রিয়া সুখে কি দুঃখে
আমার তাতে কি যায় আসে
সাগর ব্যাথা দিলে ঐ নদীতে
তবুও মিশে যায় সে মোহনাতে
সাগর ব্যাথা দিলেও ঐ নদীতে
তবুও মিশে যায় সে মোহনাতে
আমি ওর মত
আমি ওর মত এত নির্বোধ নই
আমারও যে সম্মান আছে
যে প্রিয়ার জন্যে
আমার পৃথিবী ভেঙে গেছে
সে প্রিয়া সুখে কি দুঃখে
আমার তাতে কি যায় আসে
কি যায় আসে কি যায় আসে