Aalo Vebe歌词由Babu Pratim演唱,出自专辑《Priyo Toma》,下面是《Aalo Vebe》完整版歌词!
Aalo Vebe歌词完整版
যা চাও তাই যদি পাও
ফুরাবে চাওয়া সেকি,
ওগো বন্ধু আমার সাথী
কিছু চাওয়া থাক বাকি
*******
বিলোল চোখেতে চেয়ে
অভিসারে সে যেতো,
চেয়েছি ছুঁতে তাকে
ছুলেই চাওয়া শেষ হতো
সুরা রি কামনায়
চায় মাতাল হতে আঁখি
যেন মেটেনা এই নেশা,
কিছু সুরা রেখো বাকি।
*******
কুঁড়ি হয়ে যে এল
কাল ঝরবে সে ফুল হলেই
নদী যে চায় সাগরকে,
সে ফুরাবে সাগর পেলেই। চোখে চোখে চাওয়া
মনেরই কথা কওয়া
না বলা কিছু কথা,
গোপনে রেখো ঢাকি।
কি পথ ভুলে, এলোচুলে, যেন থেমে গেছে আজ এ রাত।
হে আনমনা প্রিয়তমা আমাকে তুমি নেবে কি সাথ।
********
নীরবে এই পথ চলা,মন হারানোর এযে হাওয়া,
বুকের ভেতরে ওঠে যে শুধুই দুলে।
আফুরিয়ে গেলে বেলা, ক্ষনিকের এ খেলা শেষ হলে যাবে যে চলে।
********
আসরে ফুলের এ সাজ,শুকালে পাবেই সে লাজ,কেইবা বোঝে তার নীরব অভিমান।
শুকিয়ে যাওয়া এ ফুল
সাজিয়ে রাখাতো ভুল
ফেলে দিও সেই ফুলসাজ।
********
লুকিয়ে সুর বাজে মনে,কি সে মনই জানে,বনজোছনার রঙে যে সে গান লেখা।
এমনই নীরব রাতি মালাতে এ সুর গাঁথি, একলা বসে আনমনে।
আলো ভেবে যত কাছেতে আছি, আলেয়া হয়ে কেন যাও যে সরে।
মরিচিকা হয়ে তুমি দোলা দিয়ে যাও,মিছে স্বপনেতে রাখো ভরে।৷৷৷৷
******
ফোটেনি ফুল যে তবুও বাতাস,এনেছে বকুল গন্ধ,রয়েছো কি তুমি দাড়িয়ে কোথাও গানে কি তাই এত ছন্দ।
গোলাপ হয়ে তুমি ঝুকে পড় ওগো, অলি হয়ে তার পড়ো ঝরে।
******
কত কথা যে বলিনি তোমায় বলব কোন অবসরে,তোলাতো রয়েছে হৃদয়ে সে কথা কত না অঙ্গিকারে,স্বপনে আঁকো সুখের ছবি, হারায় সুখ সে স্বপন যে গেলে।
******
কত না নিশি গেছে নিদহারা, কাটে যে কি অবসাধে,মেনেতো নিয়েছি কত অবহেলা, কত না সে অপবাদ যে,
তুমিতো আমার হলে না আপন, রেখেছি মন তবু তোমারই করে।