Beyadobir Matra歌词由King Boy Jarir演唱,出自专辑《Beyadobir Matra》,下面是《Beyadobir Matra》完整版歌词!
Beyadobir Matra歌词完整版
ভালো ছিল খুব ভালো
পুরনো সে দিন
মনে ছিল শান্তি
স্বপ্ন রঙিন
স্যারদের বকুনি
পারিবারিক শিক্ষা
সবকিছু মিলিয়ে
ছিল যে আদব
এখন যায় না কোথাও বসা
বেয়াদবে কোণঠাসা
গ্রামগঞ্জ শহরে
হাটে কিংবা বাজারে
সবখানে বেড়েছে
বেয়াদবির মাত্রা
চারিদিকে চলছে
সার্কাস যাত্রা
বড়দের দেখলে
সালাম দিতে হয়
আদবের সাথে
কথা বলতে হয়
উল্টাইয়া গেছে সব
সব গানই হিপ হপ
চায়ের দোকানে
টিনেজ পোলাপানে
অশোভন আচরনে
নিজেকে প্রমাণ করে
আমি ফাতরা
চলছে সময় এখন
নানা রকম ধান্দার
চোখে মুখে দেখি তাই
সবকিছু আন্ধার
সময়টা বাজে খুব
মঙ্গল থাকা চুপ
এমন পরিবেশে
কয়দিন আঙ্গুল চুষে
মুখে নিয়ে চলবা
কালো আলকাতরা