笨鸟先飞
我们一直在努力
2025-01-25 23:05 | 星期六

O Amar Desh Er Maati歌词-Iman Chakraborty

O Amar Desh Er Maati歌词由Iman Chakraborty演唱,出自专辑《O Amar Desh Er Maati》,下面是《O Amar Desh Er Maati》完整版歌词!

O Amar Desh Er Maati歌词

O Amar Desh Er Maati歌词完整版

ও আমার দেশের মাটি,

তোমার পরে ঠেকাই মাথা।

তোমাতে বিশ্বময়ীর,

তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা।

ও আমার দেশের মাটি,

তোমার পরে ঠেকাই মাথা।

তুমি মিশেছো মোর দেহের সনে

তুমি মিলেছো মোর প্রাণে মনে,

মিশেছো মোর দেহের সনে

তুমি মিলেছো মোর প্রাণে মনে,

তোমার ওই শ্যামলবরন

কোমল মূর্তি মর্মে গাঁথা।

ও আমার দেশের মাটি,

তোমার পরে ঠেকাই মাথা।

ওগো মা, তোমার কোলে জনম আমার,

মরণ তোমার বুকে।

ও মা, তোমার কোলে জনম আমার,

মরণ তোমার বুকে।

তোমার পরে খেলা আমার দুঃখে সুখে।

তুমি অন্ন মুখে তুলে দিলে

তুমি শীতল জলে জুড়াইলে,

অন্ন মুখে তুলে দিলে

তুমি শীতল জলে জুড়াইলে,

তুমি যে সকল-সহা,

সকল-বহা মাতার মাতা।

ও আমার দেশের মাটি,

তোমার পরে ঠেকাই মাথা।

অনেক তোমার খেয়েছি গো,

অনেক নিয়েছি মা,

ও মা, অনেক তোমার খেয়েছি গো,

অনেক নিয়েছি মা,

তবু জানি নে যে কী বা তোমায় দিয়েছি মা।

আমার জনম গেল বৃথা কাজে

আমি কাটানু দিন ঘরের মাঝে,

জনম গেল বৃথা কাজে

আমি কাটানু দিন ঘরের মাঝে,

তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা।

ও আমার দেশের মাটি,

তোমার পরে ঠেকাই মাথা।

ও আমার দেশের মাটি,

তোমার পরে ঠেকাই মাথা।

তোমাতে বিশ্বময়ীর,

তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা।

ও আমার দেশের মাটি,

তোমার পরে ঠেকাই মাথা।

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/efe92VVA9BQpQVAYN.html

相关推荐

  • Jolchhobir Thikana歌词-Iman Chakraborty

    Jolchhobir Thikana歌词-Iman Chakraborty

    Jolchhobir Thikana歌词由Iman Chakraborty演唱,出自专辑《Best of Iman Chakraborty》,下面是《Jolchhobir Thikana》完整版歌词! Jolchhobir Thikana歌词完整...

  • Guardians Inferno歌词-Movie Sounds Unlimited

    Guardians Inferno歌词-Movie Sounds Unlimited

    Guardians Inferno歌词由Movie Sounds Unlimited演唱,出自专辑《James Gunn Movies Songs (Inspired)》,下面是《Guardians Inferno》完整版歌词! Guardians I...

  • Everybody Dance歌词-Silver Disco Explosion

    Everybody Dance歌词-Silver Disco Explosion

    Everybody Dance歌词由Silver Disco Explosion演唱,出自专辑《James Gunn Movies Songs (Inspired)》,下面是《Everybody Dance》完整版歌词! Everybody Dance...

  • Stop (Explicit)歌词-NicoleK

    Stop (Explicit)歌词-NicoleK

    Stop (Explicit)歌词由NicoleK演唱,出自专辑《Stop (Explicit)》,下面是《Stop (Explicit)》完整版歌词! Stop (Explicit)歌词完整版 Maybe I'm just hard to ...

  • The Phoenix歌词-Fall Out Boy

    The Phoenix歌词-Fall Out Boy

    The Phoenix歌词由Fall Out Boy演唱,出自专辑《New Era Rock (Explicit)》,下面是《The Phoenix》完整版歌词! The Phoenix歌词完整版 The Phoenix - Fall Out...