Sushant Singh Rajput - An Untold Story歌词由Rupam Islam&John Paul演唱,出自专辑《Sushant Singh Rajput - An Untold Story》,下面是《Sushant Singh Rajput - An Untold Story》完整版歌词!
Sushant Singh Rajput - An Untold Story歌词完整版
আজও না বলা গল্পেরা
আর দৃঢ় সংকল্পেরা
বাড়ি ফেরবার পথে থামে
কোনও অজানা বাঁকে
কোনও ছোট সিগারেট ব্রেকে
বা কোনও সিলি মিসটেকে
কোনও স্মৃতি তাকে ডেকে নেয়
তার হাতে— হাত রাখে
কোনও শুটিং-এর অবকাশে
বা কোনও রিলিজের উল্লাসে
কত শত ক্যামেরার ফ্ল্যাশে
চোখ ধাঁধায়
কত অটোগ্রাফের খাতা
কত বাঁধভাঙা জনতা
তবু আজও সে বন্দী একা তার
মিথ্যে রূপকথায়
কোনও বিলাসী গাড়ির কাঁচে
আজও তার মুখ রাখা আছে
তার কান্না কি ঢাকা আছে
কোনও দামি কালো চশমায়
পাঁজরে অপমানের ক্ষয়
বেজোড় ভালবাসার ভয়
গাঢ় হয়ে আসে দুঃসময়
চোখ চেয়ে থাকে ঠায়
দম চেপে ধরে কান্না তার
নাগপাশে ঝোলে অন্ধকার
হয়তো এভাবে ছুটি পাওয়ার
ছক কষে অভিনয়
কাটাছেড়া চলে মন নিয়ে
যৌবন ও জীবন নিয়ে
ফাঁশের দাগ-ধরন নিয়ে
এভাবেও কি যেতে হয়!
দম চেপে ধরে কান্না তার
নাগপাশে ঝোলে অন্ধকার
হয়তো এভাবে ছুটি পাওয়ার
ছক কষে অভিনয়
কাটাছেড়া চলে মন নিয়ে
যৌবন ও জীবন নিয়ে
ফাঁশের দাগ-ধরন নিয়ে
হ্যাঁ। এভাবেই যেতে হয়!