Vober Bari歌词由Rajib Shah演唱,出自专辑《Vober Bari》,下面是《Vober Bari》完整版歌词!
Vober Bari歌词完整版
মাওলার প্রেমে পাগল হওরে
ভুলো রঙ্গের দুনিয়া
মায়ার ভুবন ছাইরা একদিন
যাবে পাখি উড়িয়া
এত করে বলি মনেরে
কেনরে মন বুঝোনা
ভবের বাড়ি নয়রে তোমার
আসল ঠিকানা (হায়রে)
জগৎ জুড়ে কত পাগল
ঘুরে কত বেশে
এই দুনিয়া কানা পয়সা
আসল পাগলের কাছে
পাপ পূন্যের হবে বিচার
কেউ ছাড় পাবে না
ভবের বাড়ি নয়রে তোমার
আসল ঠিকানা (হায়রে)
দেখনারে মন চক্ষু মেলে
যায়রে সময় চলে
পরপারের ডাক আসিবে
একদিন কিছু না বলে
আমল খাতায় করো জমা
অবহেলা কইরো না
ভবের বাড়ি নয়রে তোমার
আসল ঠিকানা (হায়রে)