Ma Fatemar Kandon Sima歌词由Hafiz Arman Qadri演唱,出自专辑《Ma Fatemar Kandon Sima》,下面是《Ma Fatemar Kandon Sima》完整版歌词!
Ma Fatemar Kandon Sima歌词完整版
মা ফাতেমার কান্দন সীমারশুনল না জগতে
আল্লাহ্ শুনল না জগতে
কান্দে মা ফাতেমা
কান্দে মা ফাতেমা হোসাইন হারা শোকে তে
মা ফাতেমার কান্দন সীমারশুনল না জগতে
আল্লাহ্ শুনল না জগতে
পানি পানি করে শহীদ হইল সেদিন কারবালায়
নিষ্ঠুর বেদ্বীন হামলা চালায় নবী বংশের কাফেলায়,
পানি পানি করে শহীদ হইল সেদিন কারবালায়
নিষ্ঠুর বেদ্বীন হামলা চালায় নবী বংশের কাফেলায়,
এমন নিষ্ঠুরের কাজ
এমন নিষ্ঠুরের কাজ দেখি নাই আর চোখেতে।(ঐ)
মা ফাতেমার কান্দন সীমারশুনল না জগতে
আল্লাহ্ শুনল না জগতে
যখন সীমার চালায় চুরি হোসাইনেরি গলায়
মা ফাতেমার বুকটা তখন দুঃখে ভরে যায়,
যখন সীমার চালায় চুরি হোসাইনেরি গলায়
মা ফাতেমার বুকটা তখন দুঃখে ভরে যায়,
তখন ব্যথার আগুন জ্বলে
তখন ব্যথার আগুন জ্বলে মা ফাতেমার বুকেতে।(ঐ)
মা ফাতেমার কান্দন সীমারশুনল না জগতে
আল্লাহ্ শুনল না জগতে
কান্দে মা ফাতেমা
কান্দে মা ফাতেমা হোসাইন হারা শোকে তে
মা ফাতেমার কান্দন সীমারশুনল না জগতে
আল্লাহ্ শুনল না জগতে