Bondhure Tor Pirite歌词由Jui Roy演唱,出自专辑《Bondhure Tor Pirite》,下面是《Bondhure Tor Pirite》完整版歌词!
Bondhure Tor Pirite歌词完整版
ন্ধুরে তোর পিরিতে
বন্ধুরে তোর পিরিতে
জনম আমার যাবে কি বল, একলা বাপের বাড়িতে---?
আমার চোখের জলে গাঙ ভাসে/বুকের কষ্ট সর্ব নাশে
এতো কষ্ট কয়দিন বা আর/ পারবো আমি সহিতে!
জনম আমার যাবে কি বল, একলা বাপের বাড়িতে---?
কেমন করে সুখে ঘুমাস সুখে
আমারে তুই দূরে রেখে (২)
জেনে বুঝে খাইতে দিলি/আমায় বিষের পাতেতে—
আমায় দুখের দুখী বানাই গেলি
একবারও না খবর নিলি (২)
কেনরে তুই ঠেললি আমায় /গহীন অন্ধকারেতে
বন্ধুরে তোর পিরিতে
জনম আমার যাবে কি বল, একলা বাপের বাড়িতে---?